রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাই, নাশকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ, মাদক, সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং সোশ্যাল, ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়ায় গুজব ও অপপ্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব অপরাধ, গোয়েন্দা ও সিটিটিসি বিভাগের পাঁচ দিনব্যাপী সমন্বিত বিশেষ অভিযানে ৭৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত সোমবার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ শনিবার (৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীজুড়ে পরিচালিত হয়। শনিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, বিশেষ এই অভিযানের সময় ২ কেজি ৭৪২.৫ গ্রাম ও ১ হাজার ২০৭ পুরিয়া হেরোইন, ৪২ হাজার ৩১২ পিস ইয়াবা, ১২৩ কেজি ৬৬৭ গ্রাম গাঁজা, ৫২৫ বোতল ফেনসিডিল, এক ক্যান বিয়ার, এক বোতল বিদেশি মদ, ৫৬ লিটার দেশি মদ, ২৮টি নেশাজাতীয় ট্যাবলেট ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
এসময় পাঁচটি চাপাতি, ১২টি চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ক্ষুর, একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৮০টি মামলা হয়েছে বলেও জানান ডিসি মো. ফারুক হোসেন।