পিরোজপুরের বলেশ্বর সেতু এলাকা থেকে বৃহপতিবার রাতে মো. সিপন নামে এক যুবককে একটি পিস্তলসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সিপন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ক্যারাগাছি ইউনিয়নের পাচপোতা গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পিরোজপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জসিম জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে খুলনা-বাগেরহাট-পিরোজপুর-বরিশাল সড়কের বলেশ্বর সেতুর টোলঘর এলাকার কাছে চেকপোস্ট থেকে সিপনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, পিস্তল বিক্রির জন্য পিরোজপুরে নিয়ে এসেছিলেন সিপন। ধৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করে পুলিশ।