গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে গরুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা ও তার চার বছরের ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের রাজমতি সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মারুফা বেগম (৩০) ও তার ছেলে মারুফ ওরফে মাহিন। মারুফা বেগম মাগুরার কেশবপুরের মিজানুর রহমান মিজানের স্ত্রী। চাকরির সুবাদে সপরিবারে গোবিন্দগঞ্জ পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন।