মানবিক মানুষ কবে হব আমরা। মানুষের মধ্য থেকে কি মানবিকতা হারিয়ে যাচ্ছে ? চকরিয়া মালুমঘাটে একজন মানসিক ভারসাম্যহীন পাগলকে কোন এক অমানুষ রড় দিয়ে আঘাত করে ঝরালো রক্তের স্রোত। আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত শরীর নিয়ে বিচরন করছে রাস্তাঘাটে।কারন সে মানসিক ভারসাম্যহীন।
বুধবার ৩ অক্টোবর মালুমঘাট হাইওয়ে থানার মোবাইল ডিউটিতে ছিলেন এসআই টিপু রায়। টহলকালীন তিনি ডুলাহাজারা বাজার এলাকার হাইওয়ে থানার দক্ষিন পাশে একটি ব্রীজের উপর আনুমানিক ২৭ বছরের এক মানসিক ভারসাম্যহীন (পাগল) বসে রয়েছে। এ সময় পুলিশ কর্মকর্তা টিপু সামনে গিয়ে দেখতে পায় তার মাথা ও মুখে প্রচুর জমাট বাধা রক্ত শুকিয়ে আছে।
এসআই টিপু রায় জানান, লোকটিকে হাসপাতাল যাওয়ার জন্য বললে সম্মতি জানায় সে। তাৎক্ষনিক আছিয়া হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করি। কোন মানুষ রুপি জানোয়ার ভারসাম্যহীন পাগল মানুষটিকে লোহা জাতীয় রড় দিয়ে খুব জোরে আঘাত করেছে, যার ফলে লোকটির চোখের উপর ও কপালে ৭ টি সেলাই করতে হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে হোটেলে নিয়ে তাকে ভাত খাওয়ার ব্যবস্থা করি। ডিউটি থাকায় চলে গেলেন তিনি।
চট্রগ্রাম জেলার চকরিয়া মালুমঘাট হাইওয়ে থানায় কর্মরত এসআই টিপু রায় একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে সবার নিকট পরিচিতি । রাস্তা ঘাটে অসহায় মানসিক ভারসাম্যহীনদের দেখতে পেলেই তাদের জন্য সামর্থ্য অনুযায়ি সহযোগিতা করেন পুলিশ কর্মকর্তা টিপু রায়।