কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবির বাজারবিওপি’র টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলারকোতয়ালী উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ২০৮৩ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে “অরণ্যপুর” নামকস্থান হতে ৮৯০ টি ইয়াবা ট্যাবলেটসহ (২,৬৭,০০০/-) ০২ জন মাদকচোরাকারবারী (১) মোঃ মারুফ আহমেদ (৩৫), পিতা–মোঃ রাজদুলাল, গ্রাম–অরণ্যপুর, পোষ্ট–বিবির বাজার, থানা–কোতয়ালী, জেলা–কুমিল্লা এবং (২) মোঃ খলিল মিয়া (৩৬), পিতা–মোঃ হারুন মিয়া, গ্রাম–মীরপুর, পোষ্ট ও থানা–কোতয়ালী, জেলা–কুমিল্লাদেরকে আটককরে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। অপর একটি অভিযানে বিবির বাজার বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক অভিযান পরিচালনাকরে কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন সীমান্ত পিলার২০৮৪/১-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে“কটক বাজার” নামক স্থান হতে ৪৪ বোতল ফেন্সিডিলসহ (১৭,৬০০/-) ০২ জন মাদক চোরাকারবারী (১) মোছাঃ রুজিনা কালী (৩০), পিতা–মোঃ কাশেম, গ্রাম–বানি, পোষ্ট–মাদাইয়া, থানা–দেবিদ্বার, জেলা–কুমিল্লা এবং (২) মোছাঃ ফাহিমা আক্তার (১৯), পিতা–মোঃ আমিরহোসেন, গ্রাম–বড় কলা গাঁ, পোষ্ট–মাদাইয়া, থানা–চান্দিনা, জেলা–কুমিল্লাদেরকে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১০০ বোতল ফেন্সিডিল (৪০,০০০/-), ৭১বোতল মদ (১,০৬,৫০০/-) এবং ০৬ কেজি গাঁজা (২১,০০০/-)মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যেরআনুমানিক মূল্য ৪,৫২,১০০/- (চার লক্ষ বাহান্ন হাজার একশত)টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
Leave a Reply