রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো– মোসাঃ রাশেদা বেগম ও মোঃ হাসান ইমতেজার ওরফে আনন্দ। এসময় তাদের হেফাজত হতে ৪ কেজি গাঁজা ও ৯০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ ইয়ামিন কবীর জানান, রবিবার (৩১ অক্টোবর, ২০২১) সন্ধ্যা ৭:৪৫টায় যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ইনকামিং দক্ষিণ কুতুবখালী পঁচা ডোর এলাকা থেকে ৪কেজি গাঁজাসহ রাশেদাকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে সোমবার (১নভেম্বর, ২০২১) সকাল ১০:০৫টায় একই এলাকা থেকে হাসানকে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় পৃথক মামলা রুজু হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।