কুমিল্লা শিক্ষাবোর্ডের অডিটর ও কর্মচারী সমিতির সভাপতি আবদুল খালেকের মা তাহেরা বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—রাজিউন)। শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় তিনি নগরীর রেইসকোর্স এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি বাধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যকালে তিনি ৪ পুত্র ও ৩ কন্যা, নাতি-নাতনী, আত্মীয় স্বজন, বহু শুভাকাঙ্খি ও গুনগ্রাহি রেখে গেছেন। শনিবার বাদ মাগরিব মরহুমার প্রথম নামাজে জানাজা নগরীর রেইসকোর্স এলাকায় এবং দ্বিতীয় জানাযা বাদ এশা কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বলেশ্বর গ্রামে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে বলেশ্বর গ্রামের পারিবারিক কবরস্থানে স্বামী সুলতান মিয়ার কবরের পাশে দাফন করা হয়।
এদিকে মহীয়সী নারী তাহেরা বেগমের মৃত্যর খবর পেয়ে রাজনৈতিক, সামাজিক ও নগরীর বিশিষ্ট জনেরা মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দির বাহার এমপি,কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.রুহুল আমিন ভূইয়া, কুমিল্লা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাসের,মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত,কুমিল্লা শিক্ষাবোর্ড সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড.আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী, স্কুল পরিদর্শক প্রফেসর আজারুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো.শহিদুল ইসলাম,সিটি কর্পোরেশনের প্যানেল চেয়ারম্যান জমির উদ্দিন খান জম্পি,মহানগর আ.লীগের সহ-সভাপতি আবদুল আলিম কাঞ্চন, যুগ্ম-সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, বাবু চিত্তরঞ্জন ভৌমিক,মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ,আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার,সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল,ধনুয়াখলা ডিগ্রি কলেজের অধ্যক্খ মোহাম্মদ শামীম হায়দার, মহানগর শ্রমিক লীগের আহবায়ক আবদুল কাইয়ুম, সিটি কর্পোরেশনের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, মাসুদুর রহমান,কাউসারা বেগম সুমী,বার্ড কর্মচারী সমিতির সাবেক সহ-সভাপতি হাজী মো. জাকির হোসেন প্রমুখ।
কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মচারী সমিতির সভাপতি আবদুল খালেকের মা তাহেরা বেগম মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন কুমিল্লা প্রেস ক্লাবের আহবায়ক মাসুক আলতাফ চৌধুরীসহ কুমিল্লার সকল সাংবাদিকবৃন্দ।
Leave a Reply