ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আঃ খালেক নামে একজন বয়স্ক ব্যক্তি হারিয়ে গেছেন। বয়স ৬৩ বছর। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরপা গ্রামে।
জনাব আঃ খালেকের শারীরিক অসুস্থার কারণে তাঁর ছেলে মোঃ আলমগীর গত ২৩ অক্টোবর, ২০২১ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বেলা অনুমান দুইটায় আঃ খালেক বাথরুমে যাওয়ার কথা বলে গিয়ে আর ফিরে আসেননি। তাঁর ছেলে ঢাকা মেডিকেলসহ আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি। খুঁজে না পেয়ে তাঁর ছেলে ২৪ অক্টোবর, ২০২১ ডিএমপির শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর-১৬৯৮।
জনাব খালেক সাহেবের গায়ের রং ফর্সা, মুখে সাদা দাঁড়ি ও মাথায় চুল পাকা। তাঁর উচ্চতা ৫ ফুট। হারিয়ে যাওয়ার সময় তাঁর পরনে চেক লুঙ্গি, গায়ে আকাশি রঙের পাঞ্জাবী ও মাথায় টুপি ছিলো। তিনি কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলেন।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত (খালেক) সাহেবের সন্ধান জেনে থাকলে এসআই মোঃ মানিক মিয়া (০১৭৩১-১৮৬১৫১) অথবা অফিসার ইনচার্জ শাহবাগ থানা (০১৩২০-০৩৯৫২০) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।ডিএমপি নিউজ।