রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ আনোয়ার ও মোঃ শফিক।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বংশাল থানার নর্থ সাউথ রোডের সুরিটোলা ফুট ওভার ব্রীজের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার জন্যে বংশাল থানার নর্থ সাউথ রোডের সুরিটোলা ফুট ওভার ব্রীজ এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার ও শফিক নামের দুজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৩০০০ পিস ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়।
বংশাল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করলে তাদেরকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।