সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ফেনীতে গ্রেফতার ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। র্যাবের হাতে গ্রেফতার হওয়া আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান তাদের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিদের মধ্যে ফেনী পৌরসভার মাস্টারপাড়ার আবদুল মান্নান (৪৬), সদর উপজেলার পূর্ব মোটবী গ্রামের এনামূল হক রাকিব (২০), ঝালকাঠির নলছিটির ডেমরা এলাকার মো. মিরাজ (৩৩), কিশোরগঞ্জের হোসেনপুরের ফয়সল আহম্মেদ আল আমিন (১৯), পরশুরাম উপজেলার কালিকাপুর গ্রামের আবদুস সামাদ জুনায়েদ (১৯) ও র্যাবের হাতে গ্রেফতার হওয়া ফেনী পৌরসভার মধ্যম রামপুর গ্রামের আহনাফ তৌসিফ মাহমুদ লাবিব (২২)।
ফেনী মডেল থানার এসআই এমরান হোসেন বলেন, ১৭ অক্টোবর গ্রেফতার হওয়া ৫ আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। আজ সোমবার ২৫ অক্টোবর এ বিষয়ে আদালতে শুনানি হয়। শুনানি শেষে তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে র্যাবের হাতে গ্রেফতার লাবিবকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড আদেশ দেন বিচারক।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, ‘জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় চারটি মামলা হয়েছে। এ পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান তিনি।