টাঙ্গাইলের বাসাইল উপজেলার একই ইউনিয়নে পৃথক ঘটনায় দুই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের বার্থা দক্ষিণপাড়া এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীর এবং সন্ধ্যায় একই ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দশম শ্রেণির ওই ছাত্রী বার্থা দক্ষিণপাড়া এলাকার মোস্তফা সিকদারের মেয়ে। বিকালে তাকে তার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের বোনজামাই সোহেল জানিয়েছেন, ছোট বোনের সাথে মুক্তার মনোমালিন্য হয়। পরে তার শ্বাশুড়ি (মুক্তার মা) এসে মুক্তাকে বকাঝকা করে। সেই অভিমান থেকেই মুক্তা আত্মহত্যা করে থাকতে পারে।
এছাড়া সন্ধ্যার দিকে একই ইউনিয়নের আরেকটি গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর লাশ তার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সে বোর্ড বাজার এলাকার কামাল মিয়ার মেয়ে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। স্বজনরা বলছেন, সে আত্মহত্যা করেছে। তবে কী কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে, তা এখনও জানা যায়নি।
তার চাচা জামাল মিয়া বলেন, ‘বাড়িতে কোনও ঘটনা ঘটেনি। তবে মায়ের সাথে অভিমান করে হয়তো সে আত্মহত্যা করতে পারে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান বলেন, ‘প্রায় একই সময়ে তাদের হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই ওই দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।’
ওসি হারুনুর রশিদ বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ দুই ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।