কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকায় নৌপথে অভিযান পরিচালনা করে এক ডাকাতকে গ্রেফতার করেছে বাংলাদেশ নৌ পুলিশের ভৈরব নৌ পুলিশ ফাঁড়ি। গ্রেফতারকৃতের নাম- মোঃ শাহিন।
নৌ পুলিশের ট্রেনিং, লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা নাগরিক খবরকে জানান, বুধবার (০৬ অক্টোবর, ২০২১) রাত ১২:৩০টায় ভৈরব থানার কালিপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ১টি দেশি রিভলবার ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত শাহিনের ছোট বেলায় অভাব অনটনে দিন কাটত এবং উশৃঙ্খল জীবনযাপন করতো। এরপর ধীরে ধীরে সে তার সহযোগীদের নিয়ে ভৈরব থানা এলাকায় নৌপথে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির মত জঘন্য অপরাধে জড়িয়ে পড়ে।
তিনি আরো বলেন, ভৈরব নৌ পুলিশের কার্যক্রম শুরু হলে তার অপরাধমূলক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর সে তার অপরাধের ধরণ পরিবর্তন করে। সে সুকৌশলে তার সহযোগীদের নিয়ে সিন্ডিকেট তৈরির মাধ্যমে ঢাকা-সিলেট নৌপথের বাল্কহেড মাস্টার ও শুকানিদের নিজ আয়ত্বে নিয়ে চাঁদাবাজি করতে থাকে। যে সকল বাল্কহেডের মাস্টার ও শুকানি চাঁদা দিতে অস্বীকৃতি জানাত সে সকল বাল্কহেডে সে তার সহযোগীদের নিয়ে ডাকাতি করতো।
গ্রেফতারকৃত শাহিন একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান। গ্রেফতারকৃত আসামিকে ভৈরব থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।