মাদারীপুরে বোমা বানাতে গিয়ে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে বাড়ির টিন ও চালা উড়ে যায়। এ সময় অন্তত ৫ জন আহত হওেয়ার খবর জানা যায়। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। রাত ১টার দিকে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্নান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলো, সিডিখান ইউনিয়নেন মাথাভাঙ্গা গ্রামের নুরাই বেপারীর ছেলে ইয়ামিন বেপারী (৩৮) ও দক্ষিনকান্দি গ্রামের মৌজালী শিকদারের ছেলে সুমন শিকদার (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোনাই মোল্লার একটি টিনশেড ঘরে বসে হাতবোমা বানানোর কাজ করছিলেন ইয়ামিন, সুমনসহ কয়েক যুবক। তাঁদের বানানো একটি বোমা ঘরের মধ্যে হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন কালকিনি থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ বিধ্বস্ত ঘর থেকে ইয়ামিন ও সুমনকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাঁদের পাঠানো হয় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
এ ব্যাপারে চান মিয়া শিকদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকায় আছি। এলাকায় বিস্ফোরণের সংবাদ পেয়েছি। তবে কীভাবে এ ঘটনা ঘটল, তা আমি কিছুই জানি না।’ চাচাতো ভাই বিস্ফোরণে আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সুমন বা কারা বিস্ফোরণে আহত আছেন, তা আমি এখনো জানি না। জেনে বিস্তারিত বলতে পারব।
মঙ্গলবার সকালে জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান,বোমা বিস্ফোরণের বিষয়ে আমরা এখনো সেভাবে কোনো তথ্য পাইনি। বিস্তারিত জেনে পরে জানানো হবে বলেন তিনি।