1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লায় ডি‌বির পৃথক অ‌ভিযা‌নে ইয়াবা ফে‌ন্সি‌ডিল আটক ৩ আমদানি-রপ্তানি বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে ভারত – এম সাখাওয়াত হোসেন দে‌শের প্রয়োজ‌নে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে কাজ কর‌বে – সেনাপ্রধান কু‌মিল্লায় সাংবা‌দিক‌দের সা‌থে পু‌লিশ সুপা‌রের মত‌বি‌নিময় নারায়নগন্জ মহানগর বিএনপির র‍্যালিতে কৃষক দলের অংশগ্রহন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগ‌ঞ্জে বিএন‌পির র‍্যালি গোপালগ‌ঞ্জে দিনমুজুর‌কে হত্যা মামলায় গ্রেফতার, নবজাতক দুই বোন নিয়ে দিশেহারা ছোট ভাই শ্রমিকদের বকেয়া পরিশোধ কর‌তে হ‌বে, না করলে প্রশাসক নিয়োগ হ‌বে- সাখাওয়াত বাংলাদেশ থেকে জাপানি সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে নিবে আজারবাইজানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন জাপা আহবায়ক

মাসুম মোল্লাঃ
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৮৪ বার পঠিত

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু।

জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে তিনি এ প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য দিয়েছেন। ৩ অক্টোবর তিনি বলেন, মেয়র বন্দরে উন্নয়ন কর্মকান্ডের মঞ্চ বানিয়ে সেখানে উনার কাজ হচ্ছে ওসমান পরিবারের বিরুদ্ধে কথা বলা। আমাদের সংসদ সদস্য উনি আমাদের উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় উপদেশ দিতেন তোমরা যে যেই ভুল করে থাকো সেটা শুধরে নিও জনগনের কাছে মাফ চেয়ে নিও। প্রতিটা নির্বাচনের সময় উনি এমন আমাদের এমন উপদেশ দিয়ে থাকেন। উনি প্রতিটি প্রার্থীকেই বলেন তোমরা জনগণের কাছে যাও।

আমি জনগণের গোলাম হয়ে কাজ করি। উনার বক্তব্য স্পষ্ট জনগনের কাছে যাও জনগনই সিদ্ধান্ত নিবে কাকে নির্বাচিত করবেন। এই কথাটাকে লুফে নিয়ে মিথ্যাচার করে মেয়র আইভী নিজের ফায়দা হাছিল করার জন্য রাজনৈতিক প্রতিহিংসা পরিচয় দিয়েছেন। উনি বললেন বন্দরের মানুষ শহরে যেতে পারেন না। বন্দরের মানুষকে সহ থেকে বেশি ভালবেসেন এই পরিবার। সেলিম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলী এমএলএ ছিলেন উনি বন্দরের মানুষকে ভালোবাসতেন। উনার বাবা একেএম শামসুজ্জোহা, তাঁর বড় ভাই প্রয়াত নাসিম ওসমান উনিও বন্দরের মানুষকে ভালবাসতেন। বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমানও বন্দরের মানুষকে অত্যন্ত ভালবাসেন। করোনা প্রকোপের সময় তিনি তার পরিবারের পক্ষ থেকে প্রায় ৪৫ হাজার মানুষকে সহায়তা করেছেন।

তিনি আরো বলেন, মেয়র বললেন এমপি সেলিম ওসমান নারায়ণগঞ্জ থেকে টাকা কামিয়ে ঢাকায় নিয়ে যান। কিন্তু এমপি সেলিম ওসমান ব্যবসা করে বিদেশ থেকে উপার্জন করে সেই টাকা নারায়ণগঞ্জবাসীর কল্যাণে ব্যয় করেন। উনি ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন। স্বাস্থ্যখাতের উন্নয়ন করেছেন। নিজের পকেট থেকে শতকোটি টাকার উপরে ব্যয় করেছেন। উনি লুটপাট করেন না। যারা টেন্ডারবাজির নামে লুটপাট করছেন আমি তাদের প্রতি নিন্দা জানাই।

মেয়রের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন, জাতীয় পার্টি মহাজোটের অন্যতম শরীক দল। সরকারের অংশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েই আজকে দীর্ঘ দিন ক্ষমতায়। উনি জাতীয় পার্টিকে নিয়েই ক্ষমতায় থাকবেন। কিন্তু ডাক্তার সেলিনা হায়াৎ আইভী কোন দল এবং কাকে খুশি করার জন্য এসব কথা বলছেন। আপনি জননেত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন উনি মহাজোট কি রাখবেন নাকি রাখবেন না।

তিনি আরো বলেন, আপনি কথায় কথায় বলেন খুনি। আদালত থেকে কোন ঘটনা প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি কাউকে অপরাধী বলতে পারেন না। এমন বলাটাও একটা অপরাধ। এগুলো বলে আপনি সাধারণ মানুষের কাছে থেকে ওসমান পরিবারকে দূরে সরাতে পারবেন না। ওসমান পরিবারের বাড়ি থেকেই আওয়ামীলীগে জন্ম। প্রয়াত নাসিম ওসমান মহাজোট গঠনে ভূমিকা রেখে ছিলেন বলেই আওয়ামীলীগ এখনো ক্ষমতায় আছে বলে আমি মনে করি।

আমি জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে মেয়র আইভীর এমন বক্তব্যকে ধিক্কার জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুবিচার দাবী করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com