নারায়ণগঞ্জ শহরের মাসদাইর ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুর পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর পাশে একটি সিএনজিচালিত অটোরিকশাও উদ্ধার হয়েছে। পরে জানা গেছে নিহত যুবকের নাম আব্দুল্লাহ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মিজানুর কাজী। মিজানুর কাজী জানান, ৯৯৯ এর মাধ্যমে আমরা ইদগাহের সামনে লাশসহ সিএনজি রয়েছে জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে সিএনজি উদ্ধার করি এবং সিএনজি টির যাত্রীর বগি থেকে লাশ উদ্ধার করি। উদ্ধার হওয়া লাশ নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালে (ভিক্টোরিয়া) পাঠানো হয়েছে।ফতুল্লা মডেল থানা পুলিশের এই উপ-পরিদর্শক আরও জানান, উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ। তবে তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি মাসদাইর এলাকার আবু হানিফার ছেলে। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।