দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ২৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৫১০ জন। করোনায় শনাক্ত হয়েছে ৮৬০ জন মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জন।বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯৭৯ জন এবং মোট সুস্থের সংখ্যা ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন।মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী ১২ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।