চট্টগ্রামের সাতকানিয়া থানার চরখাগরিয়া এলাকা হতে সৈয়দা রিফাত সিমু নামে এক মেয়ে হারিয়ে গেছে। তার বয়স ১৮ বছর। তার পিতার নাম মোঃ মৃত নুরুল হক। উচ্চতা-৫ ফুট ২ ইঞ্চি, মুখমন্ডল লম্বাটে ফর্সা, মাথার চুল কালো, পরনে ছিল গোলাপী রংয়ের থ্রী-পিছ, কালো উড়না ও গোলাকার চশমা।
সে গত ১৫ আগস্ট, ২০২১ দুপুর ০২:৩০টায় নিজ বাসা থেকে বাহির হয়। পরবর্তীতে সে বাসায় ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়। তাকে খুঁজে না পাওয়ায় তার বড় ভাই সাতকানিয়া থানায় এ সংক্রান্তে জিডি করেছেন। জিডি নং-৩৩৯, তারিখ-২৩/০৮/২০২১ খ্রি:।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবির লোকটির সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ সাতকানিয়া থানা (০১৩২০-১০৭৭৮২) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।সুত্র:ডিএমপি নিউজ