ঢাকার কদমতলী থানা এলাকা থেকে মোঃ ওহাব শেখ নামে একজন বয়স্ক ব্যক্তি হারিয়ে গেছেন। ওহাব সাহেবের বয়স ৮০ বছর। তাঁর বাড়ি নড়াইলের লোহাগড়ার থানার তালবাড়ীয়া গ্রামে।
জনাব ওহাব গত ১৮ সেপ্টেম্বর, ২০২১ সকাল অনুমান নয়টায় দক্ষিণ দনিয়ার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় ও নিকট আত্মীয়ের বাসায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
তাঁকে খুঁজে না পেয়ে তাঁর ছেলে ১৯ সেপ্টেম্বর, ২০২১ ডিএমপির কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর-১২০৫। তিনি জিডিতে উল্লেখ করেছেন তার বাবা মানসিক অসুস্থ ছিলেন। তিনি ঠিকমতো কথা বলতে পারেন না।
জনাব ওহাব সাহেবের গায়ের রং শ্যামলা, মুখে সাদা দাঁড়ি আছে। তাঁর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে সাদা সাদা লুঙ্গি ও হাতে লাঠি ছিলো।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবিতে প্রদর্শিত (ওহাব) এর সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ কদমতলী থানা (০১৩২০-০৪০৫৬৫) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।