রাজধানীর রমনা থানা এলাকা থেকে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃত আসামি আকলিমার হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার পুর্বক জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া বিমান বন্দর জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় রমনা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাজাঁসহ তাকে গ্রেফতার করা হয়।এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।