টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন আয়োজিত বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সবুর খান বীরবিক্রমের স্মরণ সভা ও দোয়া মাহফিল-অনুষ্টিত হয়েছে। গতকাল দুপুরে শহীদ স্মৃতি পৌরউদ্যানে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক এমপি
জেলা শ্রমিক ফেডারেশনর ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাবেক নৌ পরিবহন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য, শ্রমিক ফেডারেশন এর সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এম,পি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি, জেলা আ’লীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি, হাসান ইমাম খান সোহেল এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, বিশিষ্ট কবি ও বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, ৭১’- এ কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান বীর মুক্তিযোদ্ধা আবু মো. এনায়েত করিম প্রমুখ। সভায় শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।