বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুনাক সভাপতি জীশান মীর্জার সভাপতিত্বে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স কমিউনিটি হলে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে কার্যক্রম আরও গতিশীল করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পুনাক সভাপতি।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেসন্স বিভাগ) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় পুনাকের গঠনতন্ত্র সংশোধন, বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্তমানে পুনাকের কার্যক্রম বৃদ্ধি ও কর্মপরিধি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় সর্বসম্মতিক্রমে ১০টি নতুন পদ সৃষ্টি করা হয়।
সভায় পুনাক সদস্যা ছাড়াও পুনাকের উপদেষ্টামণ্ডলীর সদস্য সিআইডির অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ও পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম অংশগ্রহণ করেন। এছাড়া পুনাকের লিয়াজোঁ অফিসার স্পেশাল ব্র্যাঞ্চের অ্যাডিশনাল ডিআইজি রখফার সুলতানা খানম সভায় উপস্থিত ছিলেন।