কুমিল্লায় র্যাব-১১ এর সিপিসি-২ এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমান ফেনসিডিলসহ তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করে র্যাব সদস্যরা।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর সকালে কুমিল্লা লালমাই থানা এলাকার হরিশ্চর চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজিতে করে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনের সময় ৩৯৮ বোতল ফেন্সিডিল ও ২ ক্যান বিয়ারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো জেলার বরুড়া থানার মোড়াগোটা (শিবগঞ্জ) গ্রামের আবু তাহের এর ছেলে মোঃ শরীফ হোসেন (২৭) , একই থানার কলাখাল গ্রামের মৃত মোহাম্মদ আলী এর ছেলে মোঃ আবুল কালাম (৫৫)।
পৃথক অভিযানে মঙ্গলবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন উলুরচর এলাকা থেকে ৬৮৯ বোতল ফেন্সিডিলসহ জসিম নামের একজনকে গ্রেফতার করা হয়।।ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে র্যাব সদস্যরা।