রাজধানীর শ্যামলীতে রাজ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে সংঘটিত ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উদঘাটিত হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ খোকন ভূঁইয়া।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪ টার সময় সংঘটিত হত্যাকান্ডের ভিকটিম মোছাঃ আসমা ওরফে লিমা বেগম ওরফে কবিতা ফার্মগেট যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। রাত ১০ টা পর্যন্ত ভিকটিমের সাথে তার স্বামীর কথা হয়। পরবর্তীতে ভিকটিমের স্বামী তার স্ত্রীর নাম্বার বন্ধ পায় এবং খোঁজ খবর নিয়ে জানতে পারে তার স্ত্রীর (ভিকটিম) লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে আছে। হাসপাতালে গিয়ে সে তার স্ত্রীর লাশ সনাক্ত করে। এরপর তিনি জানতে পারেন তার স্ত্রীর লাশ শেরেবাংলা নগর থানার পুলিশ গত ৮ সেপ্টেম্বর, ২০২১ দিবাগত রাত্র ১২:৩০ টায় শ্যামলী এলাকায় অবস্থিত রাজ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে উদ্ধার করে। ভিকটিমকে হোটেলের একটি কক্ষে খাটের সাথে ওড়না দিয়ে হাত বেধে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এরপর, ভিকটিমের স্বামী নিজে বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর, ২০২১ শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার রহস্য উদঘাটনে মাঠে নামে গোয়েন্দা তেজগাঁও বিভাগের তেজগাঁ জোনাল টিম।
এ সংক্রান্তে তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহাদত হোসেন সূমা ডিএমপি নিউজকে বলেন, প্রথমেই আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করি। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিকে সনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ১২ সেপ্টেম্বর রবিবার বিকাল ৬ টায় ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকা থেকে ঘটনার সাথে জড়িত মোঃ খোকন ভূঁইয়া কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ খোকন ভূঁইয়া ঘটনার সাথে নিজেকে জড়িয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছেন বলে পুলিশের এই কর্মকর্তা জানান।