কুমিল্লা র্যাব-১১ এর সিপিসি-২ এর পৃথক দুটি অভিযানে ১,৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহ:পতিবার ৯ সেপ্টেম্বর রাতে জেলার সদর দক্ষিণ থানার মধ্যম আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১,১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর গ্রামের উড়িয়াইন গ্রামের মোঃ মাইনুল হোসেন এর ছেলে আক্তার হোসেন (৫০)।
পৃথক আরও একটি অভিযানে একই দিন রাতে জেলার সদর দক্ষিণ থানার কনেশতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীরা হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কনেশতলা গ্রামের হাজী আব্দুল ওহাব এর ছেলে মোঃ কামাল হোসেন (২৮),একই থানার শ্রীপুর গ্রামের আব্দুর রশিদ এর ছেলে মোঃ শাখাওয়াত হোসেন (২৪)।
ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।