কুমিল্লা র্যাব-১১ এর সিপিসি-২ এর অভিযানে কোতয়ালি থানা এলাকার আলেখারচর মেডিসিন মার্কেটে সরকারি ঔষধ কালোবাজারে ব্যক্তিমালিকানাধীন ফার্মেসীতে বিক্রয় ও অনুমোদনহীন আমদানিকৃত বিদেশী ঔষধ বিক্রয়ের অপরাধে দুইজনকে গ্রেফতার করা হয়।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় কোতয়ালি থানাধীন আলেখারচর এলাকায় কুমিল্লা মেডিসিন কমপ্লেক্সের আব্দুল্লাহ ফার্মেসীতে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ব্যক্তি মালিকানাধীন ফার্মেসীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ঔষধ কালোবাজারে বিক্রয়ের সময় বিপুল পরিমাণ সরকারি ঔষধসহ নগদ ১৪০০ টাকাসহ একজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি জেলার জেলার দাউদকান্দি থানার বিটিচারপাড়া গ্রামের মোঃ নুরুদ্দিন মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলামকে (২৩)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, উক্ত সরকারি ঔষধসমূহ ক্রয় করে অবৈধভাবে ফার্মেসীতে কালোবাজারে বিক্রি করে থাকে ।
একই সময়ে উক্ত মার্কেটের প্রিয়াংকা ফার্মেসী নামক দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা । অভিযানে প্রিয়াংকা ফার্মেসী থেকে ভারত, ইউএসএ, শ্রীলঙ্কা ও বুলগেরিয়ার তৈরি বিপুল পরিমাণ ঔষধ এবং বাংলাদেশী বিভিন্ন ভেজাল ঔষধ ও নগদ এক লক্ষ একচল্লিশ হাজার চারশত টাকাসহ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ভাট্টেরহদ গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে মোঃ আরমান হোসেনকে (১৯) গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, উক্ত ঔষধসমূহ অনুমোদন ছাড়াই এনে বিক্রয় করে আসছিল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে র্যাব সদস্যরা।