করোনায় সারাদেশে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যের সংখ্যা দাঁড়ায় ২৬ হাজার ৫৬৩ জনে। একই সময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৩০ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনের।
রোববার ৫ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত করোনা বিষয়ক এক সংবাদ ব্রিফিং এ তথ্য জানান হয়েছে।
একই সময়ে করোনায় মৃত ৭০ জনের মধ্যে বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ঢাকায় ৩১ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন, সিলেটে ৬ জন, রংপুরে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।