খুলনার আড়ংঘাটা থানাধীন তেলিগাতী এলাকায় স্ত্রীর সাথে মামাতো ভাইয়ের পরকীয়ার সম্পর্ক জেনে মামাতো ভাই বাচ্চু শেখকে কুপিয়ে হত্যা করে রবিউল ইসলাম রবি।
এ ঘটনায় আসামি নবীকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করে পুলিশ।। শনিবার সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার এ তথ্য নিশ্চিত করেন। আড়ংঘাটা থানাধীন তেলিগাতী মধ্যপাড়া গ্রামস্থ মো. আমজাদ শেখের ছেলে বাচ্চু শেখ (৩২) এর সাথে তার ফুফাতো ভাই মো. রবিউল ইসলাম ভুইয়া নবী (৩৭) এর স্ত্রীর পরকীয়া প্রেম ছিল। এর জের ধরে গত ৩০ জুলাই ভোরে বাচ্চু শেখকে তার নিজ বাড়িতেই ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় নবী। এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বাবা আমজাদ শেখ বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে ৩১ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টায় আসামি নবীকে বাগেরহাট জেলার মংলা থানাধীন মংলা বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। পরে আসামির দেখানো মতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুকুর হতে হত্যার কাজে ব্যবহৃত ধারালো দা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে গত শুক্রবার বিজ্ঞ আদালতে সোর্পদ করলে ১৬৪ ধারায় খুনের দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।