ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার মামলায় থানায় আত্মসমর্পণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী।শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি শিবগঞ্জ থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন।
এ সময় শহিদুল হক হায়দারী বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছি। সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি করেন তিনি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন যুবদল নেতার আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৩১ আগস্ট একটি পত্রিকার অনলাইনে ‘জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, কিন্তু যুদ্ধ করেননি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম তার ফেসবুক টাইমলাইনে শেয়ার দেন। সেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন শহিদুল হক হায়দারী। এ ঘটনায় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রফিকুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। শনিবার (৪ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ।