করোনায় ৭৬ দিন পর সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা দেখে দেশ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৭০ জন। এর আগে চলতি বছরের ১৯ জুন আজকের চেয়ে কম, ৬৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এ ছাড়া একই সময়ে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ১৬৭ জন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৭০ জনসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ৪৩২ জন। একই সময়ে তিন হাজার ১৬৭ জনকে নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী মোট শনাক্ত হলেন ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জন।