৩ হাজার টাকায় সিনোফার্মের আর পাঁচ হাজার টাকায় মিলবে মডার্না ও ফাইজারের টিকার এসএমএস। দ্রুত সময়ের মধ্যে করোনার টিকার এসএমএস দেওয়ার নামে এভাবেই টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র।
এমন অভিযোগে প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে গ্রেফতারদের সংখ্যা ও নাম-পরিচয় জানায়নি র্যাব।বুধবার (১ সেপ্টেম্বর) রাতে র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।তিনি বলেন, রাজধানীতে একটি প্রতারক চক্র করোনাভাইরাসের টিকা দ্রুততম সময়ে দেওয়ার নামে ক্ষুদে বার্তা ছড়িয়ে অর্থ হাতিয়ে নিতো।
তিনি বলেন বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।