রাজনীতির ভবিষ্যৎ যদি হয় মৃত্যু-তবে কোন মা বাবা তার সন্তানকে হারানোর ভয়ে- রাজনৈতিক ভাবে সক্রিয় হয়ে সমাজের অন্ধকার হটিয়ে আলোকিত করার অনুপ্রেরণা দিবে না।
কি দোষ এই অসহায় মা-বাবার ! কেন তাদের একমাত্র সন্তানকে”হারাতে হলো।তাদের সন্তান কে সততার পাঠ পরিয়ে একজন সৎ মানুষ হিসেবে গড়ে তোলা যদি অপরাধ হয়ে থাকে-তাহলে কোন মা বাবা সততার পথে হেঁটে তাদের সন্তান বহুদূর এগিয়ে যাক এবং সমাজের অন্ধকার হটিয়ে আলোকিত একটি সুশৃঙ্খল জাতি উপহার দিক,এমন স্বপ্ন কোন পিতা মাতা দেখবে না। কারন যার হারায় সেই বুঝে হারানোর যন্ত্রনা কতটা বেদনাদায়ক- কুলাংঙ্গারদের ভয়ংকর শাস্তি প্রধান করা হোক। না হয় প্রাণ হারানোর ভয়ে নতুন করে কোন মিথুন ভূইয়ার আবির্ভাব ঘটবে না এই নির্দয় সমাজে ————
সৈকত খন্দকার শাওন
মহানগর ছাত্রলীগ