কুমিল্লা মহানগরীর ১৫ নং ওয়ার্ডের বজ্রপুর এলাকায় ইয়াবা ব্যবসায়ি রাসেল প্রকাশ বাচ্চু ও মিরাজের ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থী মিথুন ভূইয়া (১৯) ২৭ আগষ্ট শুক্রবার সকালে মারা যায়। এ ঘটনায় কোতয়ালী পুলিশ ঘাতক রাসেল বাচ্চু ও মিরাজকে গ্রেফতার করেছে। নিহত মিথুন ভূইয়া নগরীর বজ্রপুর মৌলভীপাড়ার চেয়ারম্যান গলির লিটন মিয়ার ছেলে। গ্রেফতার রাসেল বাচ্চু ও মিরাজ একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানা যায়, ২৪ ঘন্টা মাদকের বেচাকেনা হত চেয়ারম্যান গলির সামনে। প্রায় সময় মাদক ব্যবসাকে কেন্দ্র করে হতাহতের ঘটনা হয়ে থাকে। ২৫ আগষ্ট বুধবার সন্ধ্যায় প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধাঁ দেওয়ার জের ধরে রাসেল প্রকাশ বাচ্চু ও মেরাজ চেয়ারম্যান গলির সামনে মিথুন ভূইয়াকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা লোকজন আহত মিথুনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রোগীর অবস্থা সংকটাপন্ন দেখে চিকিৎসকের পরামর্শে ঘটনার দিন রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়। বৃহ:পতিবার রাতে তাকে কুমিল্লায় আনা হলেও অবস্থার অবনতি হলে আজ ভোরে পুনরায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মিথুনের মৃত্যুর খবর শুনে শুক্রবার সকালে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল আজিম, কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
একই সময়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম সাদা পোশাকে অভিযান শুরু করে। একটি অভিযানে পুলিশ পরিদর্শক কায়সার হামিদ ও এসআই মফিজুল ইসলাম শুক্রবার দুপুর আনুমানিক ১ টার সময় মুরাদপুর প্রফেসর পাড়ার একটি ভবন থেকে রাসেল প্রকাশ বাচ্চু ও মিরাজকে গ্রেফতার করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার।