বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির অভিযানে আরো ১ লাখ ৩৫ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন নামে একজনকে আটক করা হয়। আটক আনোয়ার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবদুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, সঙ্গীয় এসআই নুরুল ইসলামসহ গত বুধবার গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়াপাড়া গভীর জঙ্গলে ঘেরা এলাকায় দীর্ঘ সময় জীবনের ঝুকি নিয়ে অভিযান চালিয়ে এক লক্ষ ৩৫ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী আনোয়ারকে গ্রেফতার করে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে দেড় কোটি টাকার সাড়ে ৪৬ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে পুলিশ আটক করে। এছাড়া ২১ আগস্ট ৫ কোটি ১৫ লাখ টাকার ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি ও স্কুল দফতরি উছালা মার্মা পিন্টুকে আটক করেন নাইক্ষ্যংছড়ি থানা ও সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা।
এ বিষয়ে বান্দরবন জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন, মোহাম্মদ শাহজাহান ও এসআই নুরুল ইসলাম গভীর জঙলে পাহাড়ে ঘেরা অরণ্যে জীবনের ঝুঁকি নিয়ে একের পর এক সর্বনাশা মাদক ইয়াবার বড় বড় চালান আটক করার ঘটনা মাইল ফলক সফলতা।
এ বিষয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহানের নিকট জানতে চাইলে, তিনি বলেন, আইজি স্যার ও চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি স্যারের নির্দেশ, দেশে মাদকের অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এ ধরনের মাদক বিরোধী অভিযান সব সময় চলবে বলেও জানান তিনি।