1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :

প্রেমিকার জন‌্য মিয়ানমার থে‌কে পা‌লি‌য়ে মধুরছড়া ক‌্যা‌ম্পে রো‌হিঙ্গা যুবক

কক্সবাজার সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩০৪ বার পঠিত

মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আসা সৈয়দুল আমিন (২৮) নামের এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

সোমবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার কুতুপালং মধুরছড়া ক্যাম্পের একটি বসত ঘর থেকে তাকে আটক করা হয়। আটক সৈয়দুল মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার সিকদার পাড়ার জাফর আহমদের ছেলে।

কক্সবাজার-১৪ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কুতুপালং ৪ নং ক্যাম্পের ব্লক ই-১৫ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিয়ানমার থেকে পালিয়ে আসা যুবককে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গা যুবক সৈয়দুল আমিন জানান, খালাতো বোন নুর বেগমের (২১) সঙ্গে সৈয়দুল আমিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। ২০১৭ সালে মা বোনসহ মিয়ানমার থেকে পালিয়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন নুর বেগম। কিন্তু সৈয়দুল তার বাবা-মাসহ মিয়ানমারেই থেকে যান। এরপর থেকে মোবাইলে তাদের কথাবার্তা চলত।

নুর বেগমের টানে বাবা-মাকে রেখেই ফেব্রুয়ারি মাসে মিয়ানমার থেকে গোপনে তমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন সৈয়দুল। সেখান থেকে কয়েকজন রোহিঙ্গার সঙ্গে তার পরিচয় হয় এবং পরিচয়ের সূত্র ধরে তাদের সঙ্গে কাজ করার জন্য সেন্টমার্টিনে চলে যান।

সেখানে শ্রমিক হিসেবে কাজ করে প্রায় ৪০ হাজার টাকা রোজগার করেন। জুলাই মাসে সেন্টমার্টিন থেকে কুতুপালং ক্যাম্প-৭ এর টিভি সেন্টারের পাশে ফুফু শাহিদা বেগমের ঘরে ওঠেন। ফুফুর মাধ্যমে ক্যাম্প-৪ গিয়ে গত সপ্তাহে খালাতো বোনে নুর বেগমকে বিয়ে করেন সৈয়দুল।

কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সৈয়দুল আমিনের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ট্রানজিট ক্যাম্পের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। পরবর্তী‌তে এ বিষ‌য়ে ব‌্যবস্থা গ্রহন করা হই‌বে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com