কুমিল্লা র্যাবের বিশেষ একটি গোয়েন্দা টিম আজ ভোরে আর্দশ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল আজ সোমবার ২ আগস্ট ভোরে কুমিল্লা আর্দশ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ি ইমরান ও শহিদুল নামের দুজনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব সদস্যরা।
ধৃত আসামি কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার চান্দলা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মোঃ ইমরান খান (২৭) ও
ব্রাহ্মণপাড়া থানার শশীদল গ্রামের হারেজ মিয়ার ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিনস্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করে র্যাব সদস্যরা।