1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :

লুঙ্গি পরে অফিস করলেন ওসি, দা‌য়িত্ব পাল‌নে অ‌বিচল

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৬৩১ বার পঠিত

বরিশালের বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিনের শরীরে বিষফোঁড়া অপারেশন করার কারণে লুঙ্গি পরে অফিস করে আলোচিত হয়েছেন। শুক্রবার লুঙ্গি পরে অফিস করার সময় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বরিশালের বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিনের শরীরে বিষফোঁড়া অপারেশন করার কারণে লুঙ্গি পরে অফিস করে আলোচিত হয়েছেন। শুক্রবার লুঙ্গি পরে অফিস করার সময় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ সময় কমেন্টবস্কে অনেকেই তাকে দায়িত্ব পালনে কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার হিসেবে সাধুবাদ জানান।

জানা গেছে, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের শরীরে একটি বিষফোঁড়া অপারেশন করার কারণে অসুস্থ হয়ে প্রায় তিন সপ্তাহ ধরে নিজ বাসায় ছুটিতে ছিলেন। পরে তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে লুঙ্গি পরেই অফিস করা শুরু করেন। শুক্রবার তার পোশাক পড়তে কষ্ট হওয়ার কারণে লুঙ্গি পরেই অফিস করছিলেন। তার এ লুঙ্গি পরে অফিস করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে আলোচিত হন।

এদিকে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বিষফোঁড়ায় অসুস্থ থাকা অবস্থায় এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা পরিদর্শক মো. জাফর আহম্মেদের সঙ্গে নিয়মিত খোঁজ-খবর রেখেছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com