প্রেস নিউজ: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ নোয়াপুর বিওপি’র টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে ফেনী জেলার ফুলগাজী উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ২১৩৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “মুসলিমপাড়া” নামক স্থান হতে ৩০ টি ইয়াবা ট্যাবলেটসহ (৯,০০০/-) ০২ জন মাদক চোরাকারবারী (১) মোঃ শিপু (২৮), পিতা-মীর কাশেম (টিপু) এবং (২) মোঃ রেজোয়ার (২৬), পিতা-মোঃ ওসমান হায়দার, উভয়ের গ্রাম-উত্তর শ্রীপুর, পোষ্ট-মুন্সিরহাট, থানা-ফুলগাজী, জেলা-ফেনী’দ্বয়কে আটক করে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। অপর একটি অভিযানে লক্ষীপুর পোষ্টের টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮৭/১০-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “দলকুইয়া” নামক স্থান হতে ১৪ বোতল ফেন্সিডিল (৫,৬০০/-) এবং ০১ টি মোটর সাইকেলসহ (২,০০,০০০/-) ০২ জন মাদক চোরাকারবারী (১) মোঃ শামীম ইকবাল (৩৪), পিতা-মোঃ আঃ হাকিম এবং (২) ইফতেখার আলম (অসিত) (১৮), পিতা-মোঃ মাজেদুল হক, উভয়ের গ্রাম+পোষ্ট-বাঘমারা, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা’দ্বয়কে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৪৫ বোতল ফেন্সিডিল (১,৩৮,০০০/-), ৫৮ বোতল মদ (৮৭,০০০/-), ০৬ বোতল বিয়ার (১,৫০০/-), ০.৯ কেজি গাঁজা (৩,১৫০/-) এবং ০১ টি বাই সাইকেল (৫,০০০/-) মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৪,৪৯,২৫০/- (চার লক্ষ ঊনপঞ্চাশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।