রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ টি চোরাই মোবাইলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।গ্রেফতারকৃতরা হলো- মোঃ সোহেল ও মোঃ মোশারফ। এ সময় তাদের হেফাজত থেকে ৫০টি (২৫ টি অ্যান্ড্রয়েড ও ২৫ টি বাটন) মোবাইল উদ্ধার করা হয়।
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন নাগরিক খবরকে বলেন, বুধবার (৭ জুলাই, ২০২১) বেলা ১১:৫০ টায় পল্টন মডেল থানার পুরানা পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে।
নিচে উদ্ধারকৃত অ্যান্ড্রয়েড মোবাইলের মডেলসহ আইএমইআই নাম্বার দেয়া হল। এর মধ্যে কোনোটি যদি আপনার মোবাইল হয় তাহলে প্রয়োজনীয় কাগজপত্রসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা মতিঝিল বিভাগ (০১৩২০-০৪৫৯৮১) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
১।Tecno-353507100158887, ২।Redmi-865552049882396, ৩।Oppo-864490049737396,৪।Symphony-357974066799003, ৫।HUAWEI-863980038492970, ৬।LG-013687001218345, ৭।MI-868043039347951, ৮। Nokia-354211102094088, ৯।Samsung-353505070380408, ১০।V MAX-352958103232743, ১১।IMEI-352042080173574, ১২।Samsung-359065850125519, ১৩।Oppo-868346021178791, ১৪।Asus-359376094091189, ১৫।LAVA-358728080741121, ১৬।Nokia-353395094317887, ১৭। Walton-358468070925596, ১৮।Samsung-352168069881588, ১৯। LAVA-352973101070383 ও ২০। Samsung-352217080232469।
উল্লেখ্য, ৫ টি অ্যান্ড্রয়েড মোবাইলের আইএমইআই নাম্বার সংগ্রহ করা সম্ভব হয় নি। ২৫ টি বাটন মোবাইলের মধ্যে Nokia- ৮টি, Symphony- ৫ টি, Itel- ৩ টি, Walton-২ টি, Winstar- ২ টি, Imax, ICE Phone, Gionee, 5 Star ও Zelta- ১ টি।