করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড হয়েছে বাংলাদেশে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর উদ্বেগ জানিয়েছেন অনেকেই। দেশে টানা পঞ্চম দিন করোনাভাইরাসে শতাধিক মানুষের মৃত্যুতে নতুন করে উৎকণ্ঠা জানিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন সচেতন নাগরিকরা।
গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় মারা গেছেন ১৪৩ জন। এই ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০১ জনের। বৃহ:পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতির এ তথ্য জানানো হয়।
মৃত্যুর নতুন রেকর্ড নিয়ে মাসুম হোসেন ফেসবুকে লিখেছেন, ‘‘এত মৃত্যু তারপরেও হাট বাজার খোলা কেন। করোনা পরিস্থিতি দিনকে দিনকে খারাপের দিকে যাচ্ছে। আরও কত খারাপ হলে হাটবাজার বন্ধ হবে। সকল হাটবাজার, রেস্তোরা বন্ধ রাখা উচিত। স্বাস্থ্যবিধি না মানলে আর বাঙ্গালীর বাহিরে কি হচ্ছে তা দেখার আগ্রহ না দমালে এবার করোনা পরিস্থিতির আরও অবনতি হবে বলেই মনে হচ্ছে।’’
পরিকল্পিত লকডাউন দেয়ার দাবি জানিয়ে সজিব হোসেন লিখেছেন, ‘‘দেশে যেভাবে শনাক্তের হার ও মৃত্যুর হার বাড়ছে তাতে করে এরকম অপরিকল্পিত লকডাউন না দিয়ে পরিকল্পিতভাবে সরকার যেন কিছু করেন। এভাবে অপরিকল্পিত লকডাউন দিয়ে সাধারণ মানুষের বিপত্তি ও করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ানোর তামাশার লকডাউন দেখতে চাইনা। সরকারিভাবে মাস্কতো ফ্রিও দিতে পারেন।’’
শাকিল বিন জলিল লিখেছেন, ‘‘আমার চেনা ৩ জন মানুষ হারিয়ে গেলেন এই এক মাসে। আমার ভাবতেই কষ্ট হচ্ছে তাদেরকে আর কোনোদিনই দেখতে পাব না !!এরকম লক ডাউন দরকার হলে ১ মাস টানুক তাতে যদি করোনার শেষ হয় তবে তাই হোক প্রিয় মানুষ হারানোর কষ্ট কেও না পাক আমিন।’’