কুমিল্লা জেলা পুলিশের হোমনা ও মেঘনা থানার সার্কেল অফিসার হিসেবে যোগদান করলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক । চলতি মাসের ২৬ জুন তিনি হোমনা মেঘনা সার্কেল অফিসার হিসেবে কর্মক্ষেত্রে যোগদান করেন।
তিনি ৩৪ তম বিসিএস (পুলিশ) উত্তীর্ন হয়ে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় মৌলিক প্রশিক্ষণ শেষে) ঢাকা সিআইডিতে ২০১৬ সালে ১ জুন প্রথম কর্মক্ষেত্রে যোগদান করেন। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার স্থায়ী বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।
সর্বশেষ এএসপি স্পিনা রানী প্রামাণিক রায়পুর সার্কেল হিসেবে লক্ষ্মীপুর জেলায় কর্মরত ছিলেন।
সর্বশেষ কর্মস্থলে সাধারন মানুষের ভালবাসায় সিক্ত হয়ে লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার (এএসপি) (রায়পুর ও রামগঞ্জ সার্কেল) স্পিনা রানী প্রামানিক ভালোবাসা ও চোখের জলে বিদায় জানালেন সহকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষকে।
চলতি মাসের ২৪ জুন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ও ২৬ জুন এএসপির নিজ কার্যালয়, রামগঞ্জ থানায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এএসপি স্পিনা রানীর জন্য কাঁদতে দেখা যায় সহকর্মীদের। এ সময় সাধারণ মানুষও আবেগাপ্লুত হন। সবার ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নেন স্পিনা রানী।
একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে স্পিনা রানী প্রামাণিক কুমিল্লা জেলার হোমনা মেঘনা এলাকার সাধারন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধি ও রাজনীতিবিদসহ দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply