গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেল। সরকারি হিসেবে করোনাতে দেশে মোট মারা গেলেন ১৪ হাজার ৫৩ জন। শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন চার হাজার ৩৩৪ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে সরকারি হিসেবে শনাক্ত হলেন মোট আট লাখ ৮৩ হাজার ১৩৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ২৯৫ জন। তাদের নিয়ে করোনা থেকে সুস্থ হলেন আট লাখ ৮৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৭ জনের মধ্যে পুরুষ ৪৮ জন আর নারী ২৯ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন ১০ হাজার ৪৩ জন আর নারী মারা গেলেন চার হাজার ১০ জন।
করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সোমবার থেকে সারাদেশে ৭ দিনের লক ডাউন ঘোষণা করে সরকার।