ঢাকা জেলার দোহার এলাকায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে সাত ডাকাতকে গ্রেফতার করেছে বাংলাদেশ নৌ পুলিশের কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি।
গ্রেফতারকৃতরা হলো- সেলিম (৩০), মনির শেখ (১৯), কাউসার মোল্লা (২২), রিমন হক (২৪), জাকির হোসেন (২৬), এমদাদুল হক (২৩) ও হৃদয় শেখ (১৯)। এসময় তাদের হেফাজত হতে ১টি রিভলভার, ৪টি রামদা, ০১টি চাকু, ২টি সাড়াশি, ১টি র্যাত, ১টি পাইপ রেঞ্জ, ১টি হ্যান্ডেল, ১টি কাটারি উদ্ধারসহ ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২১ জুন) ঢাকা জেলার দোহার থানা এলাকায় পদ্মা নদীতে ডাকাতি করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রত্যেকেই পেশাদার ডাকাত চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের দোহার থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ আতিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম (বার) বলেন,“দেশের নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নৌ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নৌ পথে সংগঠিত এ সকল অপরাধ দমনে নৌ পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি কর্তৃক গ্রেফতারকৃত ডাকাতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে এবং ভবিষ্যতেও নৌপথ অপরাধ মুক্ত রাখতে নৌপুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।”