রাজধানীর মোহাম্মদপুরে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর ১৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) মোহাম্মদপুর থানা পুলিশ।
আটককৃতরা হলো-টিপু, ইমরান, রাজ, জুয়েল, রায়হান, দিদার, রানা, শফি, আমিন, জামাল, আক্তার, ছালাউদ্দিন, আরিফ ও সুমন।
মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীম নাগরিক খবরকে জানান, ২১ জুন ২০২১ (সোমবার) দিনব্যাপী মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
তিনি বলেন, আটককৃতরা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প ও আশপাশ এলাকায় দল বেধেঁ চলাফেরা করে হুমকি ও ভয়ভীতি প্রদানসহ মেয়েদের ইভটিজিং করতো।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।