1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লার বরুড়ায় গণধর্ষ‌ণের ঘটনায় গ্রেফতার ৩ ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন মান‌বিক সাহা‌য্যের আ‌বেদন : চি‌কিৎসার অভা‌বে বিছানায় প‌ড়ে আ‌ছে মামুন

বন্ধু ও বন্ধত্ব ——– রুবা‌য়েত হো‌সেন

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৮৭১ বার পঠিত

বন্ধুত্ব নিয়ে আমি একটি আর্টিকেল পড়েছিলাম যেখানে লেখা ছিল সেই সফল যার জীবনে ৩-৪ জন সত্যিকারের ভাল বন্ধু আছে। আজ যদি জিজ্ঞেস করি বন্ধুত্ব বলতে কি বুঝেন? তাহলে কপালে মার আছে নিশ্চিত!! তারপরও আপনাদের কাছে খুব জানতে ইচ্ছে করছে আপনারা বন্ধু বলতে কি বুঝেন? আপনাদের কাছে বন্ধু বা বন্ধুত্ব কি?

আমার কাছে বন্ধুত্ব হল এমন একটা সম্পর্ক যে সম্পর্কটা শুধু মাত্র মনের উপর ভিত্তি করে গড়ে উঠে। এই একটা সম্পর্কের কোন সূত্র নেই। আপনি আপনার বাবাকে বাবা বলে ডাকেন কারন আপনি তার ঔরশজাত সন্তান। আপনি আপনার মাকে মা বলে ডাকেন কারন আপনি আপনার মায়ের গর্ভে জন্ম গ্রহন করেছেন। আপনি আপনার ভাই বোনকে ভাই বোন সম্মোধন করেন কারন তারা আপনার মা-বাবার ঔরশজাত সন্তান। এ ভাবে আপনি যে সম্পর্কের কথায় বলেন না কেন তার কোন না কোন একটা সূত্র আছে। শুধু এই বন্ধুত্বের সম্পর্কে কোন সূত্র নেই। তাই আমি আমার জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য দেই এই বন্ধুত্বের সম্পর্কটাকে।

বন্ধুত্ব নিয়ে বিখ্যাত ফিলসোফার এরিস্টটল বলেছেন “ প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু, বন্ধুত্ব যতই পুরাতন হয়,ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়। ” বন্ধুত্ব নিয়ে এর চেয়ে খাটি নিখাত বাক্য আর হতে পারে না।

বন্ধুত্ব নিয়ে জ্যাক দেলিল বলেছেন “নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু।” কথাটার মাঝে চরম মাত্রায় সত্য পদার্থ আছে। কথায় আছে মানুষ তার আপন প্রকৃতির মানুষকেই বেশী পছন্দ করে তাই এতটুকু বলা যায় আমরা বেশীর ভাগ ক্ষেত্রেই আমাদের মতাদর্শের সাথে মিলে এরকম কারো সাথেই আমরা বন্ধুত্ব করি।

এছাড়া এই মুহূর্তে মনে পড়ছে বন্ধুত্ব নিয়ে জীবনানন্দ দাশের বিখ্যাত উক্তি যা আমরা হরহামেশাই বলে থাকি “যদি থাকে বন্ধু মন গাং পার হইতে কতক্ষণ।” বন্ধু নিয়ে চার্লি চ্যাপলিন বলেছেন “ আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাঁসে না ”

আমার কাছে বন্ধুত্ব হল নির্মল এক সম্পর্কের নাম যার কাছে জীবনের অনেক কিছুই শেয়ার করা যায়, যাকে বিশ্বাস করা যায়, যার সাথে সময় কাটালে ভাল লাগে। বন্ধু নিয়ে রবার্ট লুই স্টিভেন্স বলেছেন “কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতক্ষণ তার একটিও বন্ধু আছে।”

জীবনে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি এই বন্ধুদের কাছ থেকেই। সামান্য বিষয়ে তাদের স্বার্থপরতা দেখে আমি অবাক হয়েছি। তবুও সব সময় চেয়েছি তারা সুখে থাকুক। বন্ধুত্বের অনেক রুপই দেখেছি। তারপরও আমি কখনও আমার বন্ধুদের ঘৃনা করতে পারিনি। ভালবেসে গেছি সবসময়। সব সময় কামনা করি বন্ধুরা ভাল থাকুক অফুরন্ত অনিঃশ্বেষ।

Childhood is magical. You only get to be a child once, so don’t spend it worrying too much about the future !

মার্ক জুকারবার্গের মেয়েকে লেখা খোলা চিঠির এক জায়গায় উপরুক্ত কথাগুলো বলেছেন জুকারবার্গ! এর চেয়ে নিখাদ খাটি কথা আর হতে পারে না! ছোটবেলার সেই রঙ্গিন সময়গুলোকে বন্ধুরা আরও বেশী রাঙ্গিয়ে তুলে। আজ শৈশব-কৈশোরের বন্ধুদের বিষয়ে আলোচনা করব না, সেটা অন্যকোন দিন বলব না হয়।” ভাল থাকুক আমার সকল বন্ধুরা “

লেখক —রুবায়েত হোসেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com