কুমিল্লা জেলা ডিবি পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ১ বিদেশী পিস্তলসহ রাকিব নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পেয়ে গতকাল রাত আনুমানিক ৯ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে এসআই মুক্তল হোসেন সঙ্গীয় এসআই বলাই চন্দ্র দেবনাথ, এসআই এবিএম গোলাম কিবরিয়া, এএস আই বিষ্ণু কুমার, বাদল মিয়া ও নুরনবী ফোর্সসহ অভিযান পরিচালনাকালীন কুমিল্লা সদর উপজেলার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের শাহজালাল স্টীল মিলের সামনে থেকে আসামী রাকিবুল আবেদীন রাকীব (৩২) কে আটক করে । এই সময় ধৃত আসামির কোমর থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। ধৃত আসামি রাকিবুল সদর উপজেলার বলরামপুর জয়নালে আবেদীনের ছেলে বলে জানা যায়। ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে বাদী হয়ে মামলা দায়ের করে ডিবি পুলিশ।