দুজন আসামির পাকস্থলীতে থেকে ৮ হাজার ৬৫ পিস ও অপর দুজন থেকে সাড়ে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করে কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ এর সদস্যরা।
কুমিল্লায় র্যাব ১১ সিপিসি টু এর অভিযানে দুজনের পাকস্থলীতে লুকিয়ে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট পরিবহনের সময় ৮ হাজার ও অপর দুজন থেকে সাড়ে ছয় হাজার পিসসহ মোট ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার ও চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতাররকরে র্যাব ১১ সিপিসি ২ সদস্যরা। এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টি নিশ্চিত করেন ।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাম্বুলাপাড়া গ্রামের আলী আহমেদের ছেলে মো. আবুল কাশেম (৩০), মাদারীপুর জেলার সদর উপজেলার কুমড়াখালী গ্রামের দেলোয়ার শেখের ছেলে মো. রনি শেখ (২১), কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার হায়দারপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মফিজ আলম (৩২) এবং বান্দরবান জেলার লামা উপজেলার ইআনছা গ্রামের আবু ফয়েজের ছেলে মো. মুজিবুল্লাহ (৩৫)। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।
এ জাতীয় আরো খবর..