ঢাকা-হিজলা রুটের এমভি রাজহংস-১০ লঞ্চে ধর্ষণের অভিযোগে মাইদুল ইসলাম মাসুম নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক তরুণী। বুধবার (৩ মে) দিনগত রাতে ওই তরুণী নিজেই মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন বরিশালের হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার। এজাহারে ওই তরুণী উল্লেখ করেন, মাইদুল ইসলাম মাসুম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মাধরায় গ্রামের বাসিন্দা এবং তার পূর্ব পরিচিত।
গত শনিবার এমভি রাজহংস-১০ লঞ্চের ডেকে হিজলা থেকে ওই তরুণী ঢাকায় যাচ্ছিলেন। মধ্যরাতে মাসুম তার কাছে আসে এবং আলাপচারিতায় লিপ্ত হয়। এক পর্যায়ে মাসুম ওই তরুণীকে তার কেবিনে যাওয়ার আহবান জানায়। তরুণী এক পর্যায়ে সম্মত হলে কেবিনে নিয়ে তাকে ধর্ষণ করে।
পরদিন সকালে রাজধানীর সদরঘাটে ওই তরুণীকে রেখে মাসুম পালিয়ে যায়। ঢাকা থেকে ফিরে গত সোমবার মাইদুলের বাড়িতে গিয়ে তার বাবা খলিলকে ঘটনা জানায় ওই তরুণী।
মাসুমের বাবা খলিল তরুণীকে ১০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি ম্যানেজ করার চেষ্টা করেন। এরপর ওই তরুণী হিজলা থানায় গিয়ে মাসুমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
এ জাতীয় আরো খবর..