কুমিল্লায় ডিজিটাল সেন্টার ও ফটোকপি দোকানে অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের সাতজন সদস্যকে আটক করেছে কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২।মঙ্গলবার (০১ জুন) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া ও শাসনগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের হেফাজতে থাকা ১০৩টি পাসপোর্ট, পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র, ব্যক্তিগত ডেলিভারি স্লিপ, নকল সিলমোহর এবং নগদ অর্থ তিন লাখ ৭৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করে কুমিল্লা র্যাব ১১ । বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১১ সিপিসি টু এর ইনচার্জ মেজর নাজমুস সাকিব ।
আটককৃতরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের মো. কানু মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (২৫), সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের জিন্নাহর ছেলে নিয়াজ মোর্শেদ পল্লভ (২৩), নগরীর মনোহরপুর (রাজেশ্বরী কালিবাড়ি) এলাকার সতীশ চন্দ্রের ছেলে রতন চন্দ্র (৩৮), সদর উপজেলার শাসনগাছা (ওয়াপদা রোড) গ্রামের আবুল কাশেমের ছেলে মো. গোলাম সারোয়ার (৩৬)। জেলার তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের মৃত আব্দুস সামাদের এর ছেলে শাহাবুদ্দিন (৫০), দেবিদ্বার উপজেলার বইশেরকোট গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. মনিরুল ইসলাম (৩০) ও সদর উপজেলার অলিপুর উত্তর পাড়া গ্রামের মৃত কাজী আব্দুল খালেকের ছেলে কাজী আবু আল ফেরদৌস (৫৫)।
এ জাতীয় আরো খবর..