কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫) সদস্যরা। এ সময় গুরা মিয়া (৪৫) নামে এক পুরাতন মাঝিকে আটক করা হয়। আজ মঙ্গলবার ভোরের দিকে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লক থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
গুরা মিয়া বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের হেড মাঝি ছিলেন। তার বাবার নাম নুর আহমদ। তিনি মারা গেছেন।
র্যাব-১৫ জানায়, গুরা মিয়া মাঝির বসতঘরে ইয়াবার একটি বড় চালান মজুদ করা খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ৫ লাখ ৫০ হাজার পিস উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫’র উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, সাবেক ক্যাম্প মাঝি গুরা মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।