৮ আগস্ট থেকে সারা দেশের সব কওমি মাদ্রাসা খোলার ঘোষণা দিয়েছে আল হাইআতুল উলিয়া লিল জামিআতুল কওমিয়া বাংলাদেশ। বৃহস্পতিবার সংস্থার দফতর সম্পাদক অছিউর রহমানের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর ৮ আগস্ট থেকে সারা দেশের সব কওমি মাদ্রাসা খুলবে। আল হাইআতুল উলিয়া লিল জামিআতুল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে সংগঠনের কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মাদ্রাসা খোলার জন্য সরকারের অনুমতি পাওয়ার আগেই তারা এই সিদ্ধান্ত নেয়। এর আগে স্বাস্থ্য বিধি মেনে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানা ১২ জুলাই থেকে চালুর অনুমতি দেয় সরকার।